প্রতিদিনই কম বেশি বাইরের খাবার কিংবা ভাজাপোড়া জাতীয় কিছু খাবার খাওয়া যায়। আর এ কারণেই অনেকেই এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। সঠিক সময়ে চিকিৎসা না করালে এ সমস্যা বাড়তে থাকে। তবে কিছু এমন খাবার আছে যা গ্যাস্ট্রিকের সমস্যা কমায় আর পেটের পিএইচ লেভেল ঠিক রাখে। এছাড়া গ্যাস্ট্রিক কমাতে কখনোই পেট খালি রাখা যাবে না। ঠাণ্ডা দুধ ঠাণ্ডা দুধ অনেক উপকারী গ্যাস্ট্রিকের চিকিৎসায়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ দুগ্ধজাত খাবারে পেটে সমস্যা হয় তারা বাদে সবাই ঠাণ্ডা দুধ খেতে পারেন এসিডিটি কমাতে। জ্বালাপোড়ার সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি দেয় ঠাণ্ডা দুধ। জোয়ান এসিডিটি কমাতে জোয়ান অনেক কার্যকরী। জোয়ানে এনজাইম ও বায়োক্যামিকেল রয়েছে যা এসিডিটির সমস্যা থেকে চিরতরে মুক্তি দেয়। অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার পেটের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। হজমের সমস্যা দূর করে অ্যাপেল সিডার ভিনিগার। এক গ্লাস পানির সাথে এক থেকে দুই চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেয়ে নিন প্রতিদিন। তুলসি তুলসিকে বলা হয় সকল রোগের সমাধান দিতে পারে এমন ভেষজ উদ্ভিদ। গ্যাস্ট্রিকের কারণে যে জ্বালাপোড়া হয় তা...
আমি বঙ্গবাজ। আমি বাংলাদেশী তরুণ, সোনার বাংলায় আমার জন্ম। আমি স্বাধীন, আমি দুর্বার, আমি স্বপ্নবাজ। আমায় দাবায়ে রাখার সাধ্যি আছে কার! আমি আধুনিক, আমি বিনয়ী, আমি ধারণ করি আমার কৃষ্টি আমার চিরায়ত কালচার। আমি আত্মবিশ্বাসী দুর্নিবার, শ্রেষ্ঠ মাতৃকা বাংলাদেশ আমার। আমি বঙ্গবাজ, বাংলা আমার তাজ। Bongo Buzz, বঙ্গবাজ" লাইফস্টাইল, কৃষ্টি, কালচার, ফিউশন, বিনোদন, রক, পপ, হিপ-হপ, মঞ্চ, সিনেপ্লেক্স, চলচ্চিত্র, ইউটিউব, নেটফ্লিক্স, হইচই, ক্যামেরা, গ্ল্যামার, খেলা, ক্রিকেট, ফুটবল, আইপিএল, প্রিমিয়ার লিগ, টেকনোলজি,