নাম শুনলেই নিশ্চয়ই কল্পনায় ভেসে ওঠে কোনো রাজা সিংহাসন পেতে বসে আছে পাহাড় চূড়ায়! যদিও এখন সেখানে গেলে রাজার দেখা মিলবে না; তবে প্রাচীনকালে এই পাহাড়ের গায়ে এক স্বাধীন রাজ্য ছিল। যার রাজা ছিলেন অত্যন্ত প্রতাপশালী। পরে তার নামানুসারেই এ পাহাড়ের নাম হয় রাজার পাহাড়। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী প্রান্তিক শেরপুর জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট বড় টিলা, শাল গজারীর বন, পাহাড়ের নিচে বিস্তৃত সবুজ প্রান্তর। সেখানেই আছে সুবিশাল ও রোমাঞ্চকর রাজা পাহাড়। পর্যটকদের কাছে শেরপুরে অন্যতম আকর্ষণ হলো রাজার পাহাড়। শেরপুর জেলার শ্রীবরদী পৌর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে কর্নঝোরা বাজার সংলগ্ন এলাকায় রাজার পাহাড়ের অবস্থান। স্থানীয়দের কাছে এটি জনপ্রিয় বিনোদন স্পট। বছরে প্রায় সব সময়ই শত শত মানুষ রাজার পাহাড়ের নির্মল পরিবেশে বেড়াতে যান। গারো পাহাড়ে যতগুলো পাহাড় আছে তার মধ্যে রাজার পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি। এ পাহাড়ের বৈশিষ্ট সিলেট বা বান্দরবানের পাহাড়ের মতো না হলেও, সবুজের ঐশ্বর্যে সে কারও চেয়ে কোন অংশে কম নয়। রাজার পাহাড়ের উৎপত্তি নিয়ে কিংবদন্তি অনেক ঘটনা আছে। স্থানীয়দের মতে, অতীতে পাগলা...
আমি বঙ্গবাজ। আমি বাংলাদেশী তরুণ, সোনার বাংলায় আমার জন্ম। আমি স্বাধীন, আমি দুর্বার, আমি স্বপ্নবাজ। আমায় দাবায়ে রাখার সাধ্যি আছে কার! আমি আধুনিক, আমি বিনয়ী, আমি ধারণ করি আমার কৃষ্টি আমার চিরায়ত কালচার। আমি আত্মবিশ্বাসী দুর্নিবার, শ্রেষ্ঠ মাতৃকা বাংলাদেশ আমার। আমি বঙ্গবাজ, বাংলা আমার তাজ। Bongo Buzz, বঙ্গবাজ" লাইফস্টাইল, কৃষ্টি, কালচার, ফিউশন, বিনোদন, রক, পপ, হিপ-হপ, মঞ্চ, সিনেপ্লেক্স, চলচ্চিত্র, ইউটিউব, নেটফ্লিক্স, হইচই, ক্যামেরা, গ্ল্যামার, খেলা, ক্রিকেট, ফুটবল, আইপিএল, প্রিমিয়ার লিগ, টেকনোলজি,