পানির অভাবে কী করবেন শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি না গেলে পানিশূন্যতা দেখা যায়। অত্যাধিক ঘাম, বমি বা ডায়রিয়ার মতো রোগ হলে অনেক সময় শরীর থেকে বেশি পরিমাণে পানি বেরিয়ে যায়। তখন শরীর নানাভাবে পানিশূন্যতার ঘাটতি দেখা দেয়। শরীরে পানির ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়- মুখে দুর্গন্ধ : মুখের লালায় অ্যান্টিব্যাকটিরিয়াল গুণ থাকে। কিন্তু পানি কম খেলে বেশি লালা তৈরি হয় না এবং মুখে ব্যাকটেরিয়া বেড়ে যায়। তা থেকেই মুখে দুর্গন্ধ তৈরি হয়। শুষ্ক ত্বক : ডিহাইড্রেশনের সমস্যা যখন অনেক বেড়ে যায়, তখন ত্বক শুকিয়ে, কুঁচকে যায়। হাত-পায়ে টান ধরা : খুব গরমে ব্যায়াম করলে শরীরও গরম হয়ে যায়। তখন শরীর ঠান্ডা হতে পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন হয়। পানিশূন্যতা হলে মাংসপেশিগুলো ঠিক মতো পানি পায় না। তখন হাত-পায়ে টান লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মনে রাখবেন, পানি কম খেলে এই সমস্যা তৈরি হতে পারে শীতের মধ্যেও। মিষ্টি খাওয়ার প্রবণতা : শরীরে পানি কম গেলে লিভার ঠিক মতো কাজ করতে পারে না। লিভার পানির সাহায্যে গ্লাইকোজেন তৈরি করে যা শরীরে শক্তি জোগায়। কিন্তু সেটা ঠিক মতো না হলে শরীরের আরও বেশি খাবারের প্রয়োজন হয়।...
আমি বঙ্গবাজ। আমি বাংলাদেশী তরুণ, সোনার বাংলায় আমার জন্ম। আমি স্বাধীন, আমি দুর্বার, আমি স্বপ্নবাজ। আমায় দাবায়ে রাখার সাধ্যি আছে কার! আমি আধুনিক, আমি বিনয়ী, আমি ধারণ করি আমার কৃষ্টি আমার চিরায়ত কালচার। আমি আত্মবিশ্বাসী দুর্নিবার, শ্রেষ্ঠ মাতৃকা বাংলাদেশ আমার। আমি বঙ্গবাজ, বাংলা আমার তাজ। Bongo Buzz, বঙ্গবাজ" লাইফস্টাইল, কৃষ্টি, কালচার, ফিউশন, বিনোদন, রক, পপ, হিপ-হপ, মঞ্চ, সিনেপ্লেক্স, চলচ্চিত্র, ইউটিউব, নেটফ্লিক্স, হইচই, ক্যামেরা, গ্ল্যামার, খেলা, ক্রিকেট, ফুটবল, আইপিএল, প্রিমিয়ার লিগ, টেকনোলজি,